আল সাফফাত

37|1| ভেবে দেখো তাদের যারা কাতারে কাতারে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে,
37|2| আর যারা বিতাড়িত করে প্রবল বিতাড়নে,
37|3| আর যারা স্মারকগ্রন্থ পাঠ করে!
37|4| নিঃসন্দেহ তোমাদের উপাস্য মাত্র একজন,
37|5| যিনি মহাকাশমন্ডলী ও পৃথিবীর এবং এদের উভয়ের মধ্যবর্তী সমস্ত কিছুর প্রভু, আর যিনি উদয়স্থল সমূহেরও প্রভু,
37|6| নিঃসন্দেহ আমরা নিকটবর্তী আকাশকে তারকারাজির শোভা দিয়ে সুশোভিত করেছি, —
37|7| আর প্রতিরক্ষা প্রত্যেক বিদ্রোহাচারী শয়তান থেকে।
37|8| তারা কান পাততে পারে না ঊর্ধ্ব এলাকার দিকে, আর তাদের প্রতি নিক্ষেপ করা হয় সব দিক থেকে
37|9| বিতাড়িত, আর তাদের জন্য রয়েছে নিরবচ্ছিন্ন শাস্তি, —
37|10| সে ব্যতীত যে ছিনিয়ে নেয় একটুকুন ছিনতাই, কিন্তু তাকে অনুসরণ করে একটি জ্বলন্ত অগ্নিশিখা।
37|11| সুতরাং তাদের জিজ্ঞাসা করো, — গঠনে তারা কি বেশী বলিষ্ঠ না যাদের আমরা সৃষ্টি করেছি? নিঃসন্দেহ তাদের আমরা সৃষ্টি করেছি আঠালো কাদা থেকে।
37|12| বস্তুতঃ তুমি তো তাজ্জব হচ্ছো, আর তারা করছে মস্করা।
37|13| আর যখন তাদের স্মরণ করিয়ে দেওয়া হয় তারা মনোযোগ দেয় না,
37|14| আর যখন তারা কোনো নিদর্শন দেখতে পায় তারা ঠাট্টাবিদ্রূপ করে,
37|15| আর বলে — ”এটি স্পষ্ট জাদু বৈ তো নয়’’,
37|16| ”কী! যখন আমরা মারা যাব এবং ধূলোমাটি ও হাড়গোড় হয়ে যাব তখন কি আমরা ঠিকঠিকই পুনরুত্থিত হব?’’
37|17| ”আর কি পুরাকালের আমাদের পিতৃপুরুষরাও?’’
37|18| তুমি বলো — ”হাঁ, আর তোমরা লাঞ্ছিত হবে।’’
37|19| তখন সেটি কিন্তু একটিমাত্র মহাগর্জন হবে, তখন দেখো! তারা চেয়ে থাকবে।
37|20| আর তারা বলবে — ”হায় ধিক্‌, আমাদের! এটিই তো বিচারের দিন!’’
37|21| ”এইটিই ফয়সালা করার দিন যেটি সন্বন্ধে তোমরা মিথ্যা আখ্যা দিতে।’’
37|22| ”যারা অনাচার করেছিল তাদের একত্র করো, আর তাদের সহচরদের, আর তাদেরও যাদের তারা উপাসনা করত —
37|23| ”আল্লাহ্‌কে বাদ দিয়ে, তারপর তাদের পরিচালিত করো দুযখের পথে।
37|24| ”আর তাদের থামাও, তারা অবশ্যই জিজ্ঞাসিত হবে,
37|25| ”তোমাদের কি হল, তোমরা পরস্পরকে সাহায্য করছ না?’’
37|26| বস্তুতঃ সেদিন তারা আ‌ত্মসমর্পিত হবে।
37|27| আর তাদের কেউ কেউ অন্যদের দিকে এগিয়ে যাবে পরস্পরকে প্রশ্ন করে —
37|28| তারা বলবে — ”তোমরাই তো নিশ্চয়ই আমাদের কাছে আসতে ডান দিকে থেকে।’’
37|29| তারা বলবে — ”না, তোমরা তো বিশ্বাসীই ছিলে না,
37|30| ”আর তোমাদের উপরে আমাদের কোনো আধিপত্য ছিল না, বরং তোমরাই ছিলে উচ্ছৃঙ্খল লোক।
37|31| ”সেজন্যে আমাদের বিরুদ্ধে আমাদের প্রভুর বাণী সত্য প্রতিপন্ন হয়েছে, আমরা নিশ্চয়ই আস্বাদন করতে যাচ্ছি।
37|32| ”বস্তুত আমরা তোমাদের বিপথে নিয়েছিলাম, কেননা আমরা নিজেরাই বিপথগামী ছিলাম।’’
37|33| সুতরাং সেইদিন তারা নিশ্চয়ই শাস্তিতে একে অন্যের শরিক হবে।
37|34| নিঃসন্দেহ এইরূপই আমরা অপরাধীদের প্রতি করে থাকি।
37|35| নিঃসন্দেহ যখন তাদের বলা হতো — ‘আল্লাহ্ ছাড়া অন্য উপাস্য নেই’, তখন তারা হামবড়াই করত,
37|36| আর তারা বলত — ”কী! আমরা কি আমাদের উপাস্যদের সত্যিই ত্যাগ করব একজন পাগলা কবির কারণে?’’
37|37| বস্তুত তিনি সত্য নিয়ে এসেছেন, আর রসূলগণকে তিনি সত্য প্রতিপন্ন করেছেন।
37|38| তোমরা নিশ্চয়ই মর্মন্তুদ শাস্তি আস্বাদন করতেই যাচ্ছ,
37|39| আর তোমাদের প্রতিদান দেওয়া হবে না তোমরা যা করতে তা ব্যতীত, —
37|40| আল্লাহ্‌র নিষ্ঠাবান বান্দারা ব্যতীত।
37|41| এরাই — এদের জন্য রয়েছে সুপরিচিত রিযেক,
37|42| ফলমূল, আর তারা হবে সম্মানিত —
37|43| আনন্দময় উদ্যানে,
37|44| তখতের উপরে মুখোমুখি হয়ে রইবে।
37|45| তাদের কাছে ঘুরে ফিরে পরিবেশন করা হবে নির্মল ফোয়ারা থেকে এক শরবতের পাত্র, —
37|46| সাদা সুস্বাদু পানকারীদের জন্য।
37|47| এতে মাথাব্যথা নেই, আর তারা এ থেকে মাতালও হবে না।
37|48| আর তাদের কাছে থাকবে সলাজ-নম্র আয়তলোচন, —
37|49| যেন তারা সুরক্ষিত ডিম।
37|50| তখন তাদের কেউ কেউ অন্যদের দিকে এগিয়ে যাবে পরস্পরকে জিজ্ঞাসাবাদ করে।
37|51| তাদের মধ্যে কোনো এক বক্তা বলবে — ”আমার অবশ্য এক বন্ধু ছিল,
37|52| ”সে বলত, ‘তুমি কি নিশ্চয়ই সমর্থনকারীদের মধ্যেকার?
37|53| ”কী! যখন আমরা মরে যাব এবং ধূলোমাটি ও হাড়গোড় হয়ে যাব, তখন কি আমরা ঠিকঠিকই প্রতিফল ভোগ করব’?’’
37|54| সে বলবে — ”তোমরা কি উঁকি দিয়ে দেখবে?’’
37|55| তখন সে উঁকি দেবে আর ওকে দুযখের কেন্দ্রস্থলে দেখতে পাবে।
37|56| সে বলবে — ”আল্লাহ্‌র কসম! তুমি তো আমাকে প্রায় ধ্বংস করেছিলে,
37|57| ”আর আমার প্রভুর অনুগ্রহ যদি না থাকত তবে আমিও নিশ্চয় উপস্থিতদের অন্তর্ভুক্ত হতাম।’’
37|58| ”তবে কি আমরা মরতে যাচ্ছি না, —
37|59| ”আমাদের প্রথমবারের মৃত্যু ব্যতীত, আর আমরা শাস্তি পেতে যাচ্ছি না।
37|60| ”নিশ্চয়ই এই — এটিই তো মহাসাফল্য!’’
37|61| এর অনুরূপ অবস্থার জন্য তবে কর্মীরা কাজ করে যাক।
37|62| এইটিই অধিক ভাল আপ্যায়ন, না যাক্কুম গাছ?
37|63| নিঃসন্দেহ আমরা এটিকে সৃষ্টি করেছি দুরাচারীদের জন্য পরীক্ষা স্বরূপ।
37|64| নিঃসন্দেহ এটি এমন এক গাছ যা দুযখের তলায় —
37|65| এর ফলফসল যেন শয়তানদের মুন্ডু।
37|66| তারা তখন নিশ্চয় এ থেকে আহার করবে আর এর দ্বারা পেট ভর্তি করবে।
37|67| তারপর অবশ্য তাদের জন্য এর উপরে থাকবে ফুটন্ত জলের পানীয়।
37|68| তারপর নিশ্চয়ই তাদের প্রত্যাবর্তনস্থল হবে ভয়ঙ্কর আগুনের প্রতি।
37|69| তারা আলবৎ তাদের পিতৃপুরুষদের পথভ্রষ্টরূপেই পেয়েছিল,
37|70| তাই তারা তাদের পদচিহ্নের অন্ধ অনুসরণ করেছিল,
37|71| আর তাদের আগে অধিকাংশ পূর্ববর্তীরা বিপথে গিয়েছিল,
37|72| অথচ আমরা তাদের মধ্যে ইতিপূর্বে সতর্ককারীদের পাঠিয়েছিলাম,
37|73| সুতরাং চেয়ে দেখো কেমন হয়েছিল সতর্কীকৃতদের পরিণাম,
37|74| শুধু আল্লাহ্‌র খাস বান্দাদের ব্যতীত।
37|75| আর ইতিপূর্বে অবশ্য নূহ আমাদের আহ্বান করেছিলেন, আর আমরা কত উত্তম উত্তরদাতা।
37|76| আর আমরা তাঁকে ও তাঁর পরিজনকে ভীষণ সংকট থেকে উদ্ধার করেছিলাম,
37|77| আর তাঁর সন্তান-সন্ততিকে আমরা বানিয়েছিলাম প্রকৃত টিকে থাকা দল,
37|78| আর তাঁর জন্য পরবর্তীদের মধ্যে আমরা রেখেছিলাম —
37|79| সমগ্র বিশ্বজগতের মধ্যে নূহের প্রতি সালাম!
37|80| নিঃসন্দেহ এইভাবেই আমরা সৎকর্মশীলদের প্রতিদান দিয়ে থাকি।
37|81| তিনি অবশ্যই আমাদের বিশ্বাসী বান্দাদের অন্তর্ভুক্ত ছিলেন।
37|82| আর আমরা অন্যান্যদের ডুবিয়ে দিয়েছিলাম।
37|83| আর নিশ্চয়ই তাঁর পশ্চাদবর্তীদের মধ্যে ছিলেন ইব্রাহীম।
37|84| স্মরণ কর! তিনি তাঁর প্রভুর কাছে এসেছিলেন বিশুদ্ধ চিত্ত নিয়ে, —
37|85| যখন তাঁর পিতৃপুরুষকে ও তাঁর স্বজাতিকে তিনি বলেছিলেন — ”তোমরা কিসের উপাসনা করছ?
37|86| ”তোমরা আল্লাহকে বাদ দিয়ে কি এক মিথ্যা উপাস্যকেই কামনা কর?
37|87| ”তাহলে বিশ্বজগতের প্রভু সন্বন্ধে কী তোমাদের ধারণা?’’
37|88| তারপর তারকারাজির দিকে তিনি একনজর তাকালেন,
37|89| তখন তিনি বললেন — ”আমি যারপর নাই বিরক্ত!’’
37|90| সুতরাং তারা তাঁর কাছ থেকে বিমুখ হয়ে ফিরে গেল।
37|91| তারপর তিনি তাদের উপাস্যদের কাছে ফিরে গেলেন এবং বললেন — ”তোমরা খাও না কেন?
37|92| ”তোমাদের কী হয়েছে যে তোমরা কথা বলছ না?’’
37|93| কাজেই তিনি তাদের উপরে লাফিয়ে পড়লেন ডানহাতে আঘাত করে।
37|94| তখন তারা তাঁর দিকে ছুটে এল হতবুদ্ধি হয়ে।
37|95| তিনি বললেন — ”তোমরা কি তার উপাসনা কর যা তোমরা কেটে বানাও,
37|96| ”অথচ আল্লাহ্ তোমাদের সৃষ্টি করেছেন আর তোমরা যা তৈরি কর তাও?’’
37|97| তারা বললে — ”এর জন্য এক কাঠামো তৈরি কর, তারপর তাকে নিক্ষেপ কর সেই ভয়ঙ্কর আগুনে।’’
37|98| কাজেই তারা তাঁর বিরুদ্ধে এক চক্রান্ত ফাঁদলো, কিন্তু আমরা তাদের হীন বানিয়ে দিলাম।
37|99| আর তিনি বললেন — ”আমি নিশ্চয়ই আমার প্রভুর দিকে যাত্রাকারী, তিনি আমাকে অচিরেই পরিচালিত করবেন।’’
37|100| ”আমার প্রভু! আমার জন্য সৎকর্মীদের থেকে দান করো।’’
37|101| সেজন্য আমরা তাঁকে সুসংবাদ দিলাম এক অমায়িক পুত্রসন্তানের।
37|102| তারপর যখন সে তাঁর সঙ্গে কাজ করার যোগ্যতায় উপনীত হল তখন তিনি বললেন — ”হে আমার পুত্রধন! নিঃসন্দেহ আমি স্বপ্নে দেখলাম যে আমি তোমাকে কুরবানি করছি, অতএব ভেবে দেখো — কী তুমি দেখছো ।’’ তিনি বললেন — ”হে আমার আব্বা! আপনি তাই করুন যা আপনাকে আদেশ করা হয়েছে। ইন-শা-আল্লাহ্ আপনি এখনি আমাকে পাবেন অধ্যবসায়ীদের অন্তর্ভুক্ত।
37|103| সুতরাং তাঁরা উভয়ে যখন আ‌ত্মসমর্পণ করলেন এবং তিনি তাঁকে ভূপাতিত করলেন কপালের জন্য,
37|104| তখনই আমরা তাঁকে ডেকে বললাম — ”হে ইব্রাহীম!
37|105| ”তুমি তো স্বপ্নাদেশ সত্যই পালন করলে। নিঃসন্দেহ এইভাবেই আমরা সৎকর্মশীলদের পুরস্কার দিয়ে থাকি।
37|106| ”নিশ্চয়ই এটি — এইটিই তো ছিল এক স্পষ্ট পরীক্ষা।’’
37|107| আর আমরা তাঁকে বদলা দিয়েছিলাম এক মহান কুরবানি।
37|108| আর আমরা তাঁর জন্য পরবর্তীদের মধ্যে রেখেছিলাম —
37|109| ইব্রাহীমের প্রতি ”সালাম’’।
37|110| এইভাবেই আমরা প্রতিদান দিই সৎকর্মশীলদের।
37|111| নিঃসন্দেহ তিনি ছিলেন আমাদের মুমিন বান্দাদের মধ্যেকার।
37|112| আর আমরা তাঁকে সুসংবাদ দিয়েছিলাম ইসহাকের — একজন নবী সৎপথাবলন্বীদের মধ্যেকার।
37|113| আর আমরা আশীর্বাদ বর্ষণ করেছিলাম তাঁর উপরে ও ইসহাকের উপরে। আর তাঁদের দুজনের বংশধরদের মধ্যে থেকে কেউ হচ্ছেন সৎকর্মশীল, আর কেউ হচ্ছে তাদের নিজেদের প্রতি স্পষ্টভাবে অন্যায়াচারী।
37|114| আর নিশ্চয় আমরা মূসা ও হারূনের প্রতি অনুগ্রহ করেই ছিলাম,
37|115| আর তাঁদের দুজনকে ও তাঁদের লোকদলকে আমরা ভীষণ সংকট থেকে উদ্ধার করেছিলাম।
37|116| আর আমরা তাঁদের সাহায্য করেছিলাম, সেজন্য তাঁরা খোদ বিজয়ী হয়েছিলেন।
37|117| আর তাঁদের উভয়কে আমরা দিয়েছিলাম এক স্পষ্ট গ্রন্থ,
37|118| আর তাঁদের উভয়কে আমরা পরিচালিত করেছিলাম সরল-সঠিক পথে,
37|119| আর তাদের জন্য আমরা পরবর্তীদের মধ্যে রেখেছিলাম —
37|120| মূসা ও হারূনের প্রতি ”সালাম’’।
37|121| এইভাবেই আমরা অবশ্য প্রতিদান দিই সৎকর্মশীলদের।
37|122| নিশ্চয় তাঁরা ছিলেন আমাদের মুমিন বান্দাদের মধ্যেকার।
37|123| আর নিশ্চয়ই ইল্‌য়াস রসূলগণের মধ্যেকার ছিলেন।
37|124| স্মরণ করো, তিনি তাঁর স্বজাতিকে বলেছিলেন – ”তোমরা কি ধর্মভীরুতা অবলন্বন করবে না?
37|125| ”তোমরা কি বা’লকে ডাকবে, আর পরিত্যাগ করবে সৃষ্টিকর্তাদের সর্বশ্রেষ্ঠজনকে,
37|126| আল্লাহ্‌কে — তোমাদের প্রভু এবং পূর্বকালীন তোমাদের পিতৃপুরুষদেরও প্রভু?’’
37|127| কিন্তু তারা তাঁর প্রতি মিথ্যারোপ করল, সেজন্য তাদের নিশ্চয়ই হাজির করা হবে,
37|128| শুধু আল্লাহ্‌র একনিষ্ঠ বান্দাদের ব্যতীত।
37|129| আর তাঁর জন্য আমরা পরবর্তীদের মধ্যে রেখেছিলাম —
37|130| ইল্‌য়াসীনের উপরে ”সালাম’’।
37|131| নিঃসন্দেহ এইভাবেই আমরা সৎকর্মশীলদের পুরস্কার দিয়ে থাকি।
37|132| তিনি নিশ্চয়ই ছিলেন আমাদের মুমিন বান্দাদের অন্যতম।
37|133| আর অবশ্যই লূত ছিলেন রসূলগণের মধ্যেকার।
37|134| স্মরণ কর! তাঁকে ও তাঁর পরিজনকে উদ্ধার করেছিলাম, সব ক’জনকেই —
37|135| এক বৃদ্ধাকে ব্যতীত, যে ছিল পেছনে রয়ে যাওয়া দলের।
37|136| তারপর আমরা অবশিষ্টদের সম্পূর্ণরূপে ধ্বংস করেছিলাম।
37|137| আর নিঃসন্দেহ তোমরা তো তাদের অতিক্রম করে থাক সকালবেলায়,
37|138| এবং রাত্রিকালে। তবুও কি তোমরা বুঝবে না।
37|139| আর নিশ্চয়ই ইউনুস ছিলেন রসূলগণের অন্যতম।
37|140| স্মরণ করো! তিনি বোঝাই করা জাহাজে গিয়ে উঠেছিলেন।
37|141| তাই তিনি লটারী খেলেছিলেন, কিন্তু তিনিই হয়ে গেলেন নিক্ষিপ্তদের একজন।
37|142| তখন একটি মাছ তাঁকে মুখে তুলে নিল, যদিও তিনি দোষী সাব্যস্ত হয়েছিলেন।
37|143| আর তিনি যদি মহিমা জপতপে রত না থাকতেন —
37|144| তাহলে তিনি তার পেটে রয়ে যেতেন পুনরুত্থান দিন পর্যন্ত।
37|145| তারপর আমরা তাঁকে এক বৃক্ষলতা শূন্য উপকূলে ফেলে দিলাম, আর তিনি ছিলেন অসুস্থ।
37|146| তখন তাঁর উপরে আমরা জন্মিয়েছিলাম লাউজাতীয় গাছ,
37|147| আর আমরা তাঁকে পাঠিয়েছিলাম এক লাখ বা আরো বেশী লোকের কাছে,
37|148| তখন তারা বিশ্বাস করেছিল, সেজন্য আমরা তাদের উপভোগ করতে দিয়েছিলাম কিছুকালের জন্য।
37|149| সুতরাং তাদের জিজ্ঞাসা করো — তোমার প্রভুর জন্য কি কন্যাসন্তান রয়েছে, আর তাদের জন্য পুত্রসন্তান?
37|150| অথবা, আমরা কি ফিরিশ্‌তাদের নারীরূপে সৃষ্টি করেছিলাম, আর তারা সাক্ষী ছিল?
37|151| এটি কি নয় যে তারা আলবৎ তাদের মিথ্যা থেকেই তো কথা বলছে, —
37|152| আল্লাহ্ জন্ম দিয়েছিলেন? আর তারা তো নিশ্চয়ই মিথ্যাবাদী।
37|153| তিনি কি কন্যাদের পছন্দ করেছেন পুত্রদের পরিবর্তে?
37|154| তোমাদের কি হয়েছে? কিভাবে তোমরা বিচার করো?
37|155| তোমরা কি তবে মনোযোগ দেবে না?
37|156| নাকি তোমাদের কাছে কোনো স্পষ্ট দলিল-প্রমাণ রয়েছে?
37|157| তেমন হলে তোমাদের গ্রন্থ নিয়ে এস, যদি তোমরা সত্যবাদী হও।
37|158| আর তারা তাঁর মধ্যে ও জিনদের মধ্যে একটা সম্পর্ক দাঁড় করিয়েছে। আর জিনরা তো জেনেই ফেলেছে যে তাদের অবশ্যই উপস্থাপিত করা হবে।
37|159| আল্লাহ্‌রই সব মহিমা! তারা যা আরোপ করে তা থেকে বহু ঊর্ধ্বে, —
37|160| আল্লাহ্‌র নিষ্ঠাবান বান্দারা ব্যতীত।
37|161| অতএব নিশ্চয়ই তোমরা ও যাদের তোমরা উপাসনা কর তারা —
37|162| তোমরা তাঁর বিরুদ্ধে বিভ্রান্তকারী হতে পারবে না, —
37|163| তাকে ব্যতীত যে জ্বলন্ত আগুনে পুড়তে চায়।
37|164| আর ”আমাদের মধ্যে এমন কেউ নেই যার জন্যে নির্ধারিত আবাস নেই,
37|165| ”আর নিশ্চয়ই আমরা, আমরাই তো সারিবদ্ধভাবে দাঁড়াব,
37|166| ”আর অবশ্য আমরা, আলবৎ আমরা জপ করতে থাকব।’’
37|167| আর নিশ্চয়ই তারা বলতে থাকতো —
37|168| ”যদি আমাদের কাছে পূর্ববর্তীদের কাছ থেকে কোনো স্মরণীয় গ্রন্থ থাকতো,
37|169| ”তাহলে আমরা আল্লাহ্‌র নিষ্ঠাবান বান্দা হতে পারতাম।’’
37|170| কিন্তু তারা এতে অবিশ্বাস পোষণ করে, কাজেই শীঘ্রই তারা জানতে পারবে।
37|171| আর অবশ্যই আমাদের বক্তব্য আমাদের বান্দাদের — প্রেরিত পুরুষদের, জন্য সাব্যস্ত হয়েই গেছে, —
37|172| নিঃসন্দেহ তাঁরা — তাঁরাই তো হবে সাহায্যপ্রাপ্ত,
37|173| আর নিঃসন্দেহ আমাদের সেনাদল — তারাই তো হবে বিজয়ী।
37|174| অতএব তাদের থেকে ফিরে থেকো কিছুকালের জন্য,
37|175| আর তাদের প্রতি লক্ষ্য রাখো, কেননা তারাও শীঘ্রই দেখতে পাবে।
37|176| তারা কি তবে আমাদের শাস্তি ত্বরান্বিত করতে চায়?
37|177| কিন্তু যখন তা তাদের আঙিনায় অবতরণ করবে তখন সতর্কীকৃতদের প্রভাত হবে কত মন্দ!
37|178| আর তুমি তাদের থেকে ফিরে থেকো কিছুকালের জন্য,
37|179| আর লক্ষ্য রাখো, কেননা তারাও শীঘ্রই দেখতে পাবে।
37|180| মহিমা কীর্তিত হোক তোমার প্রভুর — পরম মর্যাদা সম্পন্ন প্রভুর, তারা যা-কিছু আরোপ করে তা থেকে বহু ঊর্ধ্বে।
37|181| আর ‘সালাম’ প্রেরিতপুরুষদের উপরে।
37|182| আর সকল প্রশংসা আল্লাহ্‌রই জন্য — বিশ্বজগতের প্রভু!

Shop Al Quran

loader-image
Nurani Color Coded Quran
Original price was: ৳ 2,500.00.Current price is: ৳ 2,350.00.
সহজ কোরআন সম্পূর্ণ ৩০ পারা (গোল্ড ক্বাবা ডিজাইন)
Original price was: ৳ 2,200.00.Current price is: ৳ 1,490.00.
সহীহ নুরানী কোরআন শরীফ
Original price was: ৳ 1,525.00.Current price is: ৳ 1,050.00.
আমার সখের নূরানী কোরআন শরীফ
Original price was: ৳ 3,000.00.Current price is: ৳ 1,990.00.
Quran Majid Bangla Color Print
Original price was: ৳ 2,000.00.Current price is: ৳ 1,290.00.
Rainbow Quran - Orange
Original price was: ৳ 2,500.00.Current price is: ৳ 2,250.00.
নূরানী হাফেজী তাজভীদ কোরআন মাজীদ
Original price was: ৳ 1,350.00.Current price is: ৳ 1,150.00.
হাফেজী কালার কোডেড কোরআন
Original price was: ৳ 2,200.00.Current price is: ৳ 1,550.00.
নুরানী কুরআন শরীফের বাংলা অনুবাদ ও উচ্চারণ, মিনি তাফসীর- রঙিন (বড়)
Original price was: ৳ 2,000.00.Current price is: ৳ 1,850.00.
নুরানী হাফেজী আল কুরআনুল কারীম
Original price was: ৳ 2,200.00.Current price is: ৳ 1,950.00.
নুরানী কোরআন শরীফ
Original price was: ৳ 1,050.00.Current price is: ৳ 950.00.
হাফেজী কালার কোডেড কোরআন
Original price was: ৳ 2,200.00.Current price is: ৳ 1,550.00.
বাংলা তাফসির কুরআনুল কারীম
Original price was: ৳ 3,200.00.Current price is: ৳ 2,900.00.
Bangla Arabic Al Quran
Original price was: ৳ 4,000.00.Current price is: ৳ 1,980.00.

Select options This product has multiple variants. The options may be chosen on the product page

Bangla Al Quran
Original price was: ৳ 4,000.00.Current price is: ৳ 1,980.00.
আমার সখের নূরানী কোরআন শরীফ
Original price was: ৳ 3,000.00.Current price is: ৳ 1,990.00.
তাফসীর তাইসীরুল কুরআন
Original price was: ৳ 2,000.00.Current price is: ৳ 1,380.00.
কুরআন মাজীদ
Original price was: ৳ 1,180.00.Current price is: ৳ 990.00.
Quranul Karim
Original price was: ৳ 900.00.Current price is: ৳ 880.00.
English Quran Majid
Original price was: ৳ 800.00.Current price is: ৳ 750.00.
নুরানী বাংলা কোরআন শরীফ
Original price was: ৳ 1,200.00.Current price is: ৳ 690.00.
সখের নূরানী কোরআন শরীফ
Original price was: ৳ 3,000.00.Current price is: ৳ 1,990.00.
নুরানী বাংলা কোরআন শরীফ
Original price was: ৳ 1,800.00.Current price is: ৳ 1,650.00.
সহীহ নুরানী কুরআন
Original price was: ৳ 1,250.00.Current price is: ৳ 920.00.
The Holy Quran Color Coded with English Translation
Original price was: ৳ 2,950.00.Current price is: ৳ 2,750.00.
নূরানী তাজভীদ কোরআন
Original price was: ৳ 4,000.00.Current price is: ৳ 1,950.00.
নুরানী কোরআন শরীফ বাংলা অর্থ এবং উচ্চারণ
Original price was: ৳ 1,200.00.Current price is: ৳ 1,050.00.
টপ আর্ট পেপারে নূরানী কুরআন শরীফ
Original price was: ৳ 2,000.00.Current price is: ৳ 1,850.00.
Nurani Color Coded Quran
Original price was: ৳ 2,500.00.Current price is: ৳ 2,350.00.
Interpretation of the meaning The Noble Quran
Original price was: ৳ 1,850.00.Current price is: ৳ 1,700.00.
হাফেজী কালার কোডেড কোরআন
Original price was: ৳ 2,200.00.Current price is: ৳ 1,550.00.
নূরানি কোরআন- কালার কোডেড
Original price was: ৳ 2,500.00.Current price is: ৳ 2,350.00.
The Holy Quran Color Coded
Original price was: ৳ 3,000.00.Current price is: ৳ 1,750.00.
বঙ্গানুবাদ নূরানী কোরআন শরীফ
Original price was: ৳ 1,050.00.Current price is: ৳ 850.00.
তারতীলুল কুরআন
Original price was: ৳ 2,200.00.Current price is: ৳ 1,380.00.
আমার সখের নূরানী কোরআন শরীফ (বাংলা উচ্চারণ ও অর্থ সহ)
Original price was: ৳ 3,000.00.Current price is: ৳ 1,990.00.
The Noble Quran
Original price was: ৳ 4,000.00.Current price is: ৳ 3,850.00.
আমার সখের নূরানী কোরআন শরীফ
Original price was: ৳ 3,000.00.Current price is: ৳ 1,990.00.
নুরানী কোরআন শরীফ
Original price was: ৳ 2,500.00.Current price is: ৳ 1,750.00.
Shahi Hafezi Quran (Golden Sleeve Zipper) -XL
Original price was: ৳ 2,000.00.Current price is: ৳ 1,750.00.
হাফেজী কালার কোডেড কোরআন
Original price was: ৳ 2,200.00.Current price is: ৳ 1,550.00.
কাবা ডিজাইনে মিডিয়াম সাইজ হাফেজি কুরআন
Original price was: ৳ 2,500.00.Current price is: ৳ 1,500.00.
Nurani Quran Mena Book House
Original price was: ৳ 1,150.00.Current price is: ৳ 980.00.
Al Quran
Original price was: ৳ 4,000.00.Current price is: ৳ 1,980.00.
The Holy Quran
Original price was: ৳ 2,500.00.Current price is: ৳ 1,950.00.
Mushaf Madinah Arabic Quran
Original price was: ৳ 2,500.00.Current price is: ৳ 2,450.00.
Nurani Color Coded Quran
Original price was: ৳ 2,500.00.Current price is: ৳ 2,350.00.
বর্ণ ও বিষয়ভিত্তিক- আল কুরআনুল করীম
Original price was: ৳ 2,200.00.Current price is: ৳ 1,590.00.