আল কুরআন: বাংলা অনুবাদ, আবদুস শহীদ নাসিম, Chapter: 78, আন্ নাবা (মহাসংবাদ)

Go Back
Book Id: 10030

আল কুরআন: বাংলা অনুবাদ, আবদুস শহীদ নাসিম

Chapter: 78, আন্ নাবা (মহাসংবাদ)



মক্কায় অবতীর্ণ, আয়াত সংখ্যা: ৪০, রুকু সংখ্যা: ০২

এই সূরার আলোচ্যসূচি

আয়াতআলোচ্য বিষয়
০১-২০মানুষের প্রতি আল্লাহর অনুগ্রহ। বিচারের দিনটি অবশ্যি আসবে।
২১-৩০আল্লাদ্রোহীদের পরকালীন দুর্দশা।
৩১-৩৬মুত্তাকিদের পরকালীন পুরস্কার।
৩৭-৪০কিয়ামতের দিন সুপারিশ করা তো দূরের কথা আল্লাহর সামনে টু শব্দটি করার সাহসও কারো হবেনা।
78-1 : এরা একে অপরকে জিজ্ঞাসা করছে কী বিষয়ে?
78-2 : সেই মহাসংবাদ সম্পর্কে নাকি?
78-3 : যে বিষয়ে তারা লিপ্ত রয়েছে ইখতিলাফে?
78-4 : কিছুতেই (এটা ইখতিলাফের বিষয়) নয়, অচিরেই তারা জানতে পারবে (এর সত্যতা)।
78-5 : পুনরায় বলছি, কিছুতেই (এটা ইখতিলাফের বিষয়) নয়, অচিরেই তারা জানতে পারবে।
78-6 : আমরা কি পৃথিবীকে বানাইনি শয্যা?
78-7 : আর পাহাড়গুলোকে (গেড়ে দেইনি) পেরেকের মতো?
78-8 : এবং আমরা কি তোমাদের সৃষ্টি করিনি জোড়ায় জোড়ায়?
78-9 : আর তোমাদের নিদ্রাকে বানাইনি তোমাদের জন্যে বিশ্রাম?
78-10 : এবং রাতকে কি বানাইনি (অন্ধকার দ্বারা পোশাকের মতো) আবরণ?
78-11 : আর দিনকে কি বানাইনি তোমাদের জীবন - সামগ্রী উপার্জনের সময়?
78-12 : এবং আমরা বানিয়েছি তোমাদের উপরে সাতটি মজবুত (আকাশ)।
78-13 : আর স্থাপন করে দিয়েছি একটি উজ্জ্বল উত্তপ্ত বাতি (সূর্য)।
78-14 : আর বর্ষাধারী মেঘমালা থেকে বর্ষণ করেছি প্রচুর পানি।
78-15 : তা দিয়ে উৎপন্ন করার জন্যে শস্য, শাক - সবজি,
78-16 : আর নিবিড় উদ্যান।
78-17 : নিশ্চয়ই ফায়সালার দিনটি তো নির্দিষ্ট হয়েই আছে।
78-18 : সেদিন যেইমাত্র শিংগায় ফুঁক দেয়া হবে, সাথে সাথে তোমরা এসে হাজির হবে দলে দলে।
78-19 : আর উন্মুক্ত করে দেয়া হবে আকাশ এবং তাতে তৈরি হয়ে যাবে অসংখ্য দরজা।
78-20 : আর পর্বতসমূহকে স্থানচ্যুত করে চালিয়ে দেয়া হবে, ফলে সেগুলো পরিণত হবে মরীচিকায়।
78-21 : অবশ্যি জাহান্নাম অতর্কিত আক্রমণের এক গোপন স্থান।
78-22 : আল্লাহদ্রোহী সীমালংঘনকারীদের বাসস্থান।
78-23 : যুগ যুগ ধরে (অনন্তকাল) তারা অবস্থান করবে সেখানে।
78-24 : সেখানে তারা না ঠান্ডা, আর না পানযোগ্য কিছু আস্বাদন করবে।
78-25 : তবে পান করবে শুধু ফুটন্ত পানি আর ক্ষত থেকে নির্গত পুঁজ।
78-26 : (এ হবে তাদের কৃতকর্মের) উপযুক্ত প্রতিফল।
78-27 : কারণ, হিসাব দিতে হবে - এ দৃষ্টিভংগি তারা পোষণ করতো না।
78-28 : আর তারা মিথ্যা বলে পুরোপুরি প্রত্যাখ্যান করেছিল আমাদের আয়াত সমূহকে।
78-29 : অথচ প্রতিটি জিনিসকেই আমরা লিখে রেখেছি গুণে গুণে।
78-30 : সুতরাং এখন আস্বাদন করো (তোমাদের আল্লাহদ্রোহী কৃতকর্মের প্রতিফল)। কেবলমাত্র শাস্তি ছাড়া তোমাদের জন্যে আমরা কোনো কিছুই বৃদ্ধি করবোনা। (হে আল্লাহ! আমাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করুন!)
78-31 : মুত্তাকিদের (যারা কঠিন হিসাবের ভয়ে আল্লাহর হুকুম অমান্য করা থেকে বিরত থেকেছিল, তাদের) জন্যে রয়েছে সাফল্য (জান্নাত)।
78-32 : এবং উদ্যানসমূহ আর আংগুরের বাগান।
78-33 : আর সমবয়সী পূর্ণ যৌবনা তরুণী দল।
78-34 : এবং (শরাব) ভর্তি পানপাত্র।
78-35 : সেখানে তারা শুনবেনা কোনো বাজে কিংবা মিথ্যা কথাবার্তা।
78-36 : (এসবই দেয়া হবে) তোমার সেই মহান প্রভুর পক্ষ থেকে পুরস্কার আর হিসাব পরিমাণ দান হিসেবে,
78-37 : যিনি মহাবিশ্ব, এই পৃথিবী এবং এগুলোর মধ্যবর্তী সমস্ত কিছুর মালিক। পরম দয়াবান তিনি। তাঁর সম্মুখে কথা বলার শক্তি - সাহস কারোই থাকবেনা।
78-38 : সেদিন রূহ (জিবরিল) এবং ফেরেশতারা দাঁড়িয়ে থাকবে সফ (সারি) বদ্ধ হয়ে। তারা কোনো কথা বলবেনা (বলার সাহস করবেনা); তবে দয়াময় রহমান কাউকেও অনুমতি দিলে (সে বলবে) এবং সে বলবে যথার্থ ও ন্যায়সঙ্গত কথা।
78-39 : এই দিনটি (যে আসবেই তা অনিবার্য) এক মহাসত্য। সুতরাং যার ইচ্ছা সে তার মালিকের দিকে ফেরার জন্যে পথ ধরুক।
78-40 : অত্যাসন্ন আযাব সম্পর্কে আমরা তোমাদের সতর্ক করে দিলাম; সেদিন প্রতিটি মানুষই দেখতে পাবে তার দুই হাত কী কামাই করে (অর্থাৎ - সে কি কৃতকর্ম) সম্মুখে (বিচার দিনের জন্যে) পাঠিয়েছে? আর (তখন) কাফির বলবে: ‘হায়, আমি যদি মাটি হতাম!’