Go Back
Book Id: 10030
আল কুরআন: বাংলা অনুবাদ, আবদুস শহীদ নাসিম
Chapter: 81, আত তাকভীর (গুটিয়ে নিয়ে আলোহীন করা)
মক্কায় অবতীর্ণ, আয়াত সংখ্যা : ২৯, রুকু সংখ্যা: ০১এই সূরার আলোচ্যসূচি
|
81-1 : যখন গুটিয়ে নিয়ে আলোহীন করে দেয়া হবে সূর্যকে, |
81-2 : যখন বিক্ষিপ্ত হয়ে খসে পড়বে তারকারাজি, |
81-3 : যখন চালিয়ে দেয়া হবে পাহাড় পর্বত, |
81-4 : যখন উপেক্ষা করা হবে দশ মাসের পূর্ণ গর্ভবতী উটনীগুলোকে, |
81-5 : যখন সমবেত করা হবে বন্য পশুদের, |
81-6 : যখন জ্বালিয়ে দেয়া হবে সমুদ্রগুলোতে আগুন, |
81-7 : যখন জুড়ে দেয়া হবে (দেহের সাথে) প্রাণগুলো, |
81-8 : যখন জিজ্ঞাসা করা হবে জীবন্ত মাটি চাপা দিয়ে (হত্যা করা) মেয়েকে, |
81-9 : কী অপরাধের কারণে হত্যা করা হয়েছিল তাকে? |
81-10 : যখন প্রকাশ করে দেয়া হবে সহিফা (কৃতকর্মের রেকর্ড) সমূহ, |
81-11 : যখন আকাশের আবরণ খসিয়ে দিয়ে স্থানচ্যুত করা হবে তাকে, |
81-12 : যখন প্রজ্জ্বলিত হয়ে উঠবে জাহিম, |
81-13 : এবং যখন নিকটে আনা হবে জান্নাত, |
81-14 : তখন প্রত্যেক ব্যক্তিই জেনে যাবে - কী নিয়ে হাজির হয়েছে সে! |
81-15 : তাই, আমি নিশ্চিতভাবে শপথ করছি সেইসব গ্রহের, যেগুলো ফিরে যায়, |
81-16 : এবং সেইসব গ্রহের যেগুলো চলে এবং অদৃশ্য হয়ে যায়। |
81-17 : শপথ রাতের যখন তা বিদায় নেয়, |
81-18 : শপথ প্রভাতের যখন তা হয়ে উঠে আলোকিত : |
81-19 : নিশ্চয়ই এটা (কুরআন) এমন একজন সম্মানিত বাণী বাহকের (জিবরিলের) আনীত বাণী, |
81-20 : যে বড় শক্তিধর, এবং আরশের মালিকের কাছে মর্যাদার অধিকারী, |
81-21 : সেখানে তাকে মান্য করা হয়, এবং সে খুবই বিশ্বস্ত। |
81-22 : (হে লোকেরা!) তোমাদের সাথি (মুহাম্মদ) কোনো পাগল ব্যক্তি নয়, |
81-23 : সে বাণী বাহক (জিবরিল) - কে নিজের চোখে দেখেছে পরিষ্কার দিগন্তে, |
81-24 : সে গায়েব - এর (জ্ঞানকে মানুষের কাছে প্রচার ও প্রকাশ করার) ব্যাপারে কৃপণ নয়। |
81-25 : এবং এটা (এই কুরআন) অভিশপ্ত শয়তানের বক্তব্য নয়। |
81-26 : সুতরাং, কোন্ দিকে যাচ্ছো তোমরা? |
81-27 : এটা (এই কুরআন) তো একটা উপদেশ সমগ্র জগতবাসীর জন্যে, |
81-28 : তোমাদের মধ্যকার এমন প্রত্যেক ব্যক্তির জন্যে, যে চলতে চায় সঠিক সরল পথে। |
81-29 : আর তোমাদের চাওয়াতেই কিছুই হয়না, যদি আল্লাহ রাববুল আলামিন (তা) না চান। |