Go Back
Book Id: 10030
আল কুরআন: বাংলা অনুবাদ, আবদুস শহীদ নাসিম
Chapter: 83, আল মুতাফ্ফিফীন (ঠকবাজ ব্যক্তিরা)
মক্কায় অবতীর্ণ, আয়াত সংখ্যা : ৩৬, রুকু সংখ্যা: ০১এই সূরার আলোচ্যসূচি
|
83-1 : যারা মাপে - ওজনে কম দেয় তাদের জন্যে ওয়াইল (ধ্বংস)। |
83-2 : মানুষের কাছ থেকে মেপে নেয়ার সময় তারা পুরো মাত্রায় দাবি করে, |
83-3 : এবং যখন অন্যদের মেপে বা ওজন করে দেয়, তখন প্রাপ্যের চাইতে কম দেয়। |
83-4 : এরা কি ভাবেনা যে, (মৃত্যুর পর) এদের পুনরায় উঠিয়ে আনা হবে, |
83-5 : এক মহা দিবসে? |
83-6 : এটা হবে সেই দিন, যে দিন সমস্ত মানুষ দাঁড়াবে রাববুল আলামিনের সামনে। |
83-7 : কখনো নয়, বরং সীমালংঘনকারী পাপীদের রেকর্ড রাখা হয় সিজ্জীনে। |
83-8 : তুমি কিভাবে জানবে, সিজজীন কী? |
83-9 : তা হচ্ছে খোদাই করা (তালিকার) রেকর্ড। |
83-10 : যারা অস্বীকার করে, সেদিন তাদের জন্যে হবে ওয়াইল (ধ্বংস), |
83-11 : এরা তারা, যারা অস্বীকার করে বিচার ও প্রতিদান দিবসকে। |
83-12 : সীমালংঘনকারী পাপিষ্ঠ ছাড়া আর কেউ - ই অস্বীকার করেনা সেই দিবসকে। |
83-13 : তাকে যখন আমার (কুরআনের) আয়াত শুনানো হয়, সে বলে : এ - তো সেকালের লোকদের উপকথা। |
83-14 : না, তা কখনো নয়, বরং তাদের হৃদয়গুলোতে জঙ ধরিয়ে দিয়েছে তাদের (মন্দ) কৃতকর্ম। |
83-15 : কখনো নয়, সেদিন অবশ্যি তাদেরকে তাদের প্রভুর দর্শন থেকে হিজাব করে (অন্তরালে) রাখা হবে। |
83-16 : তারপর তারা অবশ্যি প্রবেশ করবে জাহিমে। |
83-17 : তখন তাদের বলা হবে : এটি সেই জিনিস, যা তোমরা অস্বীকার করতে। |
83-18 : কখনো নয়; অবশ্যি সৎ - সত্যপন্থী লোকদের রেকর্ড সংরক্ষিত থাকে ইল্লিয়্যিনে। |
83-19 : তুমি কি জানো - ইল্লিয়্যিন কী? |
83-20 : তা হচ্ছে খোদাই করা (তালিকার) রেকর্ড। |
83-21 : তার দেখাশুনায় নিয়োজিত আল্লাহর নিকটস্থ ফেরেশতারা। |
83-22 : সৎ - সত্যপন্থী লোকেরা অবশ্যি থাকবে আনন্দ আর ভোগ বিলাসে। |
83-23 : সিংহাসনে উপবেশন করে তারা দেখবে (সবকিছু)। |
83-24 : তুমি তাদের চেহারায় দেখতে পাবে আনন্দের উজ্জ্বলতা। |
83-25 : তাদের পান করতে দেয়া হবে সীল করা বিশুদ্ধ শরাব (পানীয়)। |
83-26 : পান শেষে তারা সৌরভ পাবে মিশ্কের। অতএব যারা প্রতিযোগিতায় অবতীর্ণ হয়, তারা এরি জন্যে অবতীর্ণ হোক প্রতিযোগিতায়। |
83-27 : সেই শরাব হবে তাসনিম মিশ্রিত। |
83-28 : এটা (তাসনিম) হলো একটা ঝর্ণা, যা থেকে পান করবে আল্লাহর নৈকট্য লাভকারীরা। |
83-29 : (পৃথিবীর জীবনে) যারা অপরাধ করতো, তারা ঈমানের পথে চলা লোকদের হাসি - ঠাট্টা করতো। |
83-30 : এবং যখনই মুমিনদের নিকট দিয়ে গমনাগমন করতো, তাদের প্রতি (বিদ্রুপাত্মক) ইংগিত করতো। |
83-31 : এবং নিজেদের পরিবার - পরিজনের কাছে ফেরার সময় ফিরতো উৎফুল্ল হয়ে। |
83-32 : আর মুমিনদের দেখলে বলতো : এরা সব বিপথগামী। |
83-33 : অথচ তাদেরকে এদের (মুমিনদের) উপর তত্ত্বাবধায়ক বানিয়ে পাঠানো হয়নি। |
83-34 : সুতরাং আজ মুমিনরা উপহাস করবে কাফিরদের সাথে। |
83-35 : সিংহাসনে বসে তারা দেখবে তাদের। |
83-36 : কাফিরদেরকে তাদের কৃতকর্মের সওয়াব (পুরস্কার) কি (পুরোপুরি) দেয়া হলোনা? |