Go Back
Book Id: 10030
আল কুরআন: বাংলা অনুবাদ, আবদুস শহীদ নাসিম
Chapter: 84, আল ইনশিকাক (ফেটে চুর্ণ বিচুর্ণ হওয়া)
মক্কায় অবতীর্ণ, আয়াত সংখ্যা: ২৫, রুকু সংখ্যা: ০১এই সূরার আলোচ্যসূচি
|
84-1 : যখন ফেটে (চুর্ণ বিচুর্ণ হয়ে) যাবে আকাশ, |
84-2 : এবং সে তার প্রভুর ফরমান পালন করবে, আর তা করাটাই তার জন্যে হক (বাস্তব)। |
84-3 : এবং যখন পৃথিবীকে করে দেয়া হবে প্রসারিত। |
84-4 : আর তার ভেতরে যা কিছু ছিলো, সব বাইরে নিক্ষেপ করে সে খালি হয়ে যাবে। |
84-5 : এভাবে সে তার রবের হুকুম পালন করবে, আর তা করাটাই তার জন্যে হক (বাস্তব)। |
84-6 : হে মানুষ! তুমি তোমার (ভালো - মন্দ) কৃতকর্মের বোঝা নিয়ে ফিরে চলছো তোমরা মালিকের দিকে। এ এক অবধারিত প্রত্যাবর্তন। সামনে এগিয়েই তাঁর সাথে মুলাকাত (সাক্ষাত) করবে। |
84-7 : সেখানে যার কিতাব (কৃতকর্মের রেকর্ড বা আমলনামা) দেয়া হবে তার ডান হাতে, |
84-8 : তার কাছ থেকে নেয়া হবে একটা সহজ হিসাব, |
84-9 : এবং সে তার পরিবার - পরিজনের কাছে ফিরে যাবে হাসি খুশি, আনন্দ উৎফুল্ল চিত্তে। |
84-10 : তবে যার কিতাব (কৃতকর্মের রেকর্ড বা আমলনামা) দেয়া হবে তার পেছন দিক থেকে, |
84-11 : সে ডাকবে মৃত্যুকে, |
84-12 : এবং সে প্রবেশ করবে সায়ীরে (জলন্ত আগুনে)। |
84-13 : সে তো (দুনিয়ার জীবনে) তার পরিবার - পরিজনদের মধ্যে থাকতো আনন্দে মেতে। |
84-14 : নিশ্চয়ই সে মনে করতো, তার কখনো ফিরে আসতে হবেনা (আমার কাছে)। |
84-15 : হ্যাঁ, অবশ্যি (তাকে ফিরে আসতেই হবে), কখনো তাকে দৃষ্টির আড়াল করেননি তার প্রভু। |
84-16 : আমি শপথ করছি অস্ত লালিমার, |
84-17 : শপথ করছি রাতের, আর সে তার অন্ধকারে যা কিছুর সমাবেশ ঘটায় (সেগুলোর)। |
84-18 : শপথ করছি চাঁদের, যখন সে উপনীত হয় পূর্ণিমায়। |
84-19 : নিশ্চয়ই তোমরা আরোহণ করতে থাকবে এক তবকা (স্তর) থেকে আরেক তবকায়। |
84-20 : সুতরাং তাদের হলো কি যে, তারা ঈমান আনে না? |
84-21 : এবং যখন তাদের কাছে কুরআন পেশ করা হয়, তখন সাজদা করেনা (অবনত হয়না)? (সাজদা) |
84-22 : বরং যারা কুফরির পথ অবলম্বন করে, তারা (এই কুরআনকে) অস্বীকার করে। |
84-23 : অথচ আল্লাহই অধিক জানেন (তারা তাদের আমলনামায়) কী জমা করছে? |
84-24 : সুতরাং তাদেরকে সংবাদ দাও যন্ত্রনাদায়ক আযাবের। |
84-25 : তবে যারা ঈমান আনে এবং আমলে সালেহ্ করে, তাদের জন্য রয়েছে অফুরন্ত পুরস্কার। |