আল কুরআন: বাংলা অনুবাদ, আবদুস শহীদ নাসিম, Chapter: 86, আত তারিক (রাত্রে আত্মপ্রকাশকারী)

Go Back
Book Id: 10030

আল কুরআন: বাংলা অনুবাদ, আবদুস শহীদ নাসিম

Chapter: 86, আত তারিক (রাত্রে আত্মপ্রকাশকারী)



মক্কায় অবতীর্ণ, আয়াত সংখ্যা: ১৭, রুকু সংখ্যা: ০১

এই সূরার আলোচ্যসূচি

আয়াতআলোচ্য বিষয়
০১-১৭প্রত্যেক ব্যক্তির পেছনে রক্ষী নিয়োগ করা আছে। মানুষকে প্রথমবার যিনি সৃষ্টি করেছেন তিনিই পুনর্জীবিত করবেন। প্রত্যাখ্যানকারীরা ষড়যন্ত্র করছে, আমিও কৌশল করছি।
86-1 : শপথ আকাশের আর রাত্রে আত্মপ্রকাশকারীর।
86-2 : তুমি কি জানো রাত্রে আত্মপ্রকাশকারী (বস্ত্ত) কী?
86-3 : তা হলো উজ্জ্বল তারকা।
86-4 : এমন কোনো প্রাণ (মানুষ) নেই, যার উপর একজন হিফাযতকারী (পাহারাদার) নিযুক্ত নেই।
86-5 : মানুষ নজর করে দেখুক, তাকে সৃষ্টি করা হয়েছে কোন্ জিনিস থেকে?
86-6 : তাকে সৃষ্টি করা হয়েছে পানি থেকে, যা নিঃসৃত হয়েছে প্রবল বেগে।
86-7 : যা নির্গত হয় মেরুদন্ড এবং পাঁজরের মধ্যখান থেকে।
86-8 : অবশ্যি তিনি সক্ষম তাকে পুনরায় জীবিত করতে।
86-9 : যেদিন পরীক্ষা করা হবে গোপন বিষয়সমূহ,
86-10 : সেদিন তার কোনো শক্তিও থাকবেনা, সাহায্যকারীও থাকবেনা।
86-11 : শপথ (বৃষ্টির মেঘধারী) আকাশের, যা পুন পুন বৃষ্টিপাত করে।
86-12 : শপথ পৃথিবীর, যা বিদীর্ণ হয় (উদ্ভিদ উঠার সময়)।
86-13 : নিশ্চয়ই এ (কুরআন) এক সিদ্ধান্তকর বাণী।
86-14 : এ (কুরআন) হাসি ঠাট্টার বিষয় নয়।
86-15 : তারা চক্রান্ত করছে একটা চক্রান্ত।
86-16 : আর আমিও তৈরি করছি একটা পরিকল্পনা।
86-17 : তাই কাফিরদের কিছুটা অবকাশ দাও, কিছু কালের জন্যে দাও তাদের অবকাশ।