মক্কায় অবতীর্ণ, আয়াত সংখ্যা: ২০, রুকু সংখ্যা: ০১এই সূরার আলোচ্যসূচি
|
90-1 : আমি শপথ করছি এই (মক্কা) নগরীর। |
90-2 : আর তোমাকে হালাল করে নেয়া হয়েছে এই নগরীতে। |
90-3 : শপথ ওয়ালিদ (জনক) - এর এবং যা সে জন্ম দিয়েছে। |
90-4 : আমরা সৃষ্টি করেছি ইনসানকে কষ্ট ও শ্রমের মধ্যে। |
90-5 : সে কি ধরে নিয়েছে, তার উপর কেউ জয়ী হবেনা? |
90-6 : সে (সদম্ভে) বলে : আমি প্রচুর অর্থ সম্পদ হালাক করেছি (উড়িয়েছি)। |
90-7 : সে কি ধরে নিয়েছে, কেউ তাকে দেখছেনা? |
90-8 : আমরা কি তার জন্যে সৃষ্টি করিনি একজোড়া চক্ষু? |
90-9 : একটি জিহবা আর দুটি ঠোঁট? |
90-10 : আর তাকে দেখাইনি (ভালো আর মন্দ) দুটি পথ? |
90-11 : কিন্তু সে কষ্টসাধ্য গিরিপথে অগ্রসর হতে উদ্যোগ নেয়নি। |
90-12 : তুমি কিভাবে জানবে, সেই কষ্টসাধ্য গিরিপথ কী? |
90-13 : (তাহলো) গলা (দাস) মুক্ত করা, |
90-14 : কিংবা দুর্ভিক্ষ বা অনাহারের দিনে আহার দান করা |
90-15 : এতিম আত্মীয়কে, |
90-16 : কিংবা ধুলো মলিন (অভাব পীড়িত) মিসকিনকে, |
90-17 : আর সেই সাথে সেইসব লোকদের অন্তরভুক্ত হওয়া, যারা ঈমান আনে এবং পরস্পরকে উপদেশ দেয় সবর করার আর রহমদিল হবার। |
90-18 : এরাই ডান পাশের লোক। |
90-19 : আর যারা কুফুরি করে আমার আয়াতের প্রতি, তারাই বাম হাতের লোক। |
90-20 : তারা থাকবে উপরে ঢাকনা এঁটে দেয়া আগুনের মধ্যে। |