মদিনায় অবতীর্ণ, আয়াত সংখ্যা: ৮, রুকু সংখ্যা: ০১এই সূরার আলোচ্যসূচি
|
99-1 : যখন কাঁপিয়ে দেয়া হবে পৃথিবীকে তার চূড়ান্ত ঝাঁকুনিতে, |
99-2 : এবং যখন খারিজ (বের) করে দেবে পৃথিবী তার বোঝাসমূহ, |
99-3 : তখন মানুষ বলে উঠবে : এর (পৃথিবীর) কী হলো? |
99-4 : সেদিন সে (পৃথিবী) বলে দেবে (তার বুকের উপর কৃত মানুষের) সমস্ত তথ্য - বৃত্তান্ত - খবরসমূহ। |
99-5 : কারণ, তোমার প্রভু তাকে (সব কথা বলে দেয়ার) নির্দেশ দেবেন। |
99-6 : সেদিন মানুষ দলে দলে সামনে বেরিয়ে আসবে, যেনো তাদের দেখানো যায় তাদের আমলসমূহ। |
99-7 : সুতরাং, যে - ই আমল করবে অণু পরিমাণ ভালো, সে তা দেখতে পাবে। |
99-8 : আর যে - ই আমল করবে অণু পরিমাণ মন্দ, সেও তা দেখতে পাবে। |