আল কুরআন: বাংলা অনুবাদ, আবদুস শহীদ নাসিম, Chapter: 102, আত তাকাসুর (প্রাচুর্য লাভের প্রতিযোগিতা)

Go Back
Book Id: 10030

আল কুরআন: বাংলা অনুবাদ, আবদুস শহীদ নাসিম

Chapter: 102, আত তাকাসুর (প্রাচুর্য লাভের প্রতিযোগিতা)



মক্কায় অবতীর্ণ, আয়াত সংখ্যা: ০৮, রুকু সংখ্যা: ০১

এই সূরার আলোচ্যসূচি

আয়াতআলোচ্য বিষয়
১-০৮অধিক পাওয়ার জন্যে মানুষের প্রতিযোগিতা। কিয়ামত অবশ্যি হবে এবং তাকে বিচারের সম্মুখীন হতে হবে।
102-1 : বেশি বেশি প্রাচুর্য লাভের প্রতিযোগিতা তোমাদের মোহগ্রস্ত করে রেখেছে (এবং তোমরা এ মোহ ত্যাগ করবেনা),
102-2 : যতোক্ষণ না তোমরা কবর যিয়ারত (মৃত্যু বরণ) করবে।
102-3 : না (এ কাজ সংগত নয়), তোমরা শীঘ্রি জানতে পারবে!
102-4 : আবার বলছি, না (এ কাজ সংগত নয়), সহসাই তোমরা জানতে পারবে!
102-5 : না (এটা সংগত নয়), যদি তোমাদের নিশ্চিত এলেম থাকতো (তবে তোমরা এমনটি করতে না)
102-6 : তোমরা অবশ্যি দেখতে পাবে জাহিম (জ্বলন্ত আগুন),
102-7 : আবার বলছি, তোমরা অবশ্যি তা দেখতে পাবে নিশ্চিত নজরে।
102-8 : সেদিন তোমাদের অবশ্যি জিজ্ঞাসা করা হবে (দুনিয়ার জীবনে প্রদত্ত) অনুগ্রহ রাজি সম্পর্কে।