আল কুরআন: বাংলা অনুবাদ, আবদুস শহীদ নাসিম, Chapter: 109, আল কাফিরুন (কাফিররা)

Go Back
Book Id: 10030

আল কুরআন: বাংলা অনুবাদ, আবদুস শহীদ নাসিম

Chapter: 109, আল কাফিরুন (কাফিররা)



মক্কায় অবতীর্ণ, আয়াত সংখ্যা: ০৬, রুকু সংখ্যা: ০১

এই সূরার আলোচ্যসূচি

আয়াতআলোচ্য বিষয়
০১-০৬নবীর দীন এবং কাফিরদের দীনের মধ্যে সংমিশ্রণ চলতে পারেনা। দু’টির কেন্দ্র সম্পূর্ণ আলাদা।
109-1 : (হে নবী!) বলে দাও : ওহে কাফিররা!
109-2 : তোমরা যাদের ইবাদত করো, আমি তাদের ইবাদত করিনা।
109-3 : আর আমি যাঁর ইবাদত করি, তোমরা তাঁর ইবাদতকারী নও।
109-4 : আর তোমরা যাদের ইবাদত করছো, আমি তাদের ইবাদতকারী নই।
109-5 : আর আমি যাঁর ইবাদত করি, তোমরা তাঁর ইবাদতকারী নও।
109-6 : তোমাদের জন্যে তোমাদের দীন, আর আমার জন্যে আমার দীন।