82-1 : আকাশ যখন বিদীর্ণ হইবে, |
82-2 : যখন নক্ষত্রমণ্ডলী বিক্ষিপ্তভাবে ঝরিয়া পড়িবে, |
82-3 : সমুদ্র যখন উদ্বেলিত হইবে, |
82-4 : এবং যখন কবর উন্মোচিত হইবে, |
82-5 : তখন প্রত্যেকে জানিবে, সে কী অগ্রে পাঠাইয়াছে ও কী পশ্চাতে রাখিয়া গিয়াছে। |
82-6 : হে মানুষ ! কিসে তোমাকে তোমার মহান প্রতিপালক সম্বন্ধে বিভ্রান্ত করিল? |
82-7 : যিনি তোমাকে সৃষ্টি করিয়াছেন, অতঃপর তোমাকে সুঠাম করিয়াছেন এবং সুসমঞ্জস করিয়াছেন, |
82-8 : যেই আকৃতিতে চাহিয়াছেন, তিনি তোমাকে গঠন করিয়াছেন। |
82-9 : না, কখনও না, তোমরা তো শেষ বিচারকে অস্বীকার করিয়া থাক ; |
82-10 : অবশ্যই আছে তোমাদের জন্য তত্ত্বাবধায়কগণ ; |
82-11 : সম্মানিত লিপিকরবৃন্দ ; |
82-12 : তাহারা জানে তোমরা যাহা কর। |
82-13 : পুণ্যবানগণ তো থাকিবে পরম স্বাচ্ছন্দ্যে ; |
82-14 : এবং পাপাচারীরা তো থাকিবে জাহান্নামে ; |
82-15 : উহারা কর্মফল দিবসে উহাতে প্রবেশ করিবে ; |
82-16 : এবং উহারা উহা হইতে অন্তর্হিত হইতে পারিবে না। |
82-17 : কর্মফল দিবস সম্বন্ধে তুমি কী জান? |
82-18 : আবার বলি, কর্মফল দিবস সম্বন্ধে তুমি কী জান? |
82-19 : সেই দিন একের অপরের জন্য কিছু করিবার সামর্থ্য থাকিবে না; এবং সেই দিন সমস্ত কর্তৃত্ব হবে আল্লাহ্র। |