100-1 : শপথ ঊর্ধ্বশ্বাসে ধাবমান অশ্বরাজির, |
100-2 : যাহারা খুরাঘাতে অগ্নি - স্ফুলিংগ বিচ্ছুরিত করে, |
100-3 : যাহারা অভিযান করে প্রভাতকালে, |
100-4 : এবং সেই সময়ে ধূলি উৎক্ষিপ্ত করে; |
100-5 : অতঃপর শত্রুদলের অভ্যন্তরে ঢুকিয়া পড়ে। |
100-6 : মানুষ অবশ্যই তাহার প্রতিপালকের প্রতি অকৃতজ্ঞ |
100-7 : এবং সে অবশ্যই এই বিষয়ে অবহিত, |
100-8 : এবং অবশ্যই সে ধন - সম্পদের আসক্তিতে প্রবল। |
100-9 : তবে কি সে সেই সম্পর্কে অবহিত নয় যখন কবরে যাহা আছে তাহা উত্থিত হইবে |
100-10 : এবং অন্তরে যাহা আছে তাহা প্রকাশ করা হইবে? |
100-11 : সেই দিন উহাদের কী ঘটিবে, উহাদের প্রতিপালক অবশ্যই তাহা সবিশেষ অবহিত। |