75-1 : না, আমি শপথ করছি কিয়ামতের দিনের। |
75-2 : আর না, আমি শপথ করছি আত্মসমালোচনাপরায়ণ আত্মার। |
75-3 : মানুষ কি মনে করে যে আমরা কখনো তার হাড়গোড় একত্রিত করব না? |
75-4 : হাঁ, আমরা তার আঙুলগুলো পর্যন্ত পুনর্বিন্যস্ত করতে সক্ষম। |
75-5 : তবুও মানুষ চায় যা তার সামনে রয়েছে তা অস্বীকার করতে। |
75-6 : সে প্রশ্ন করে - - ''কখন কিয়ামতের দিন আসবে?’’ |
75-7 : কিন্ত যখন দৃষ্টি দিশাহারা হয়ে যাবে, |
75-8 : আর চন্দ্র হবে অন্ধকারাচ্ছন্ন, |
75-9 : আর সূর্য ও চন্দ্রকে একত্রিত করা হবে, |
75-10 : মানুষ সেইদিন বলবে - - ''কোথায় পালানোর স্থান?’’ |
75-11 : কিছুতেই না, কোনো আশ্রয়স্থল নেই। |
75-12 : সেদিন ঠাই হবে কেবল তোমার প্রভুর নিকটেই। |
75-13 : মানুষকে সেইদিন জানানো হবে কী সে আগবাড়িয়েছে এবং সে ফেলে রেখেছে। |
75-14 : বস্তুত মানুষ তার নিজের সত্ত্বা সন্বন্ধে চক্ষুষ্মান, |
75-15 : যদিও সে তার অজুহাত দেখায়। |
75-16 : এর দ্বারা তোমার জিহবা নাড়াচাড়া করো না একে ত্বরান্বিত করতে। |
75-17 : নিঃসন্দেহ আমাদের উপরেই রয়েছে এর সংগ্রহের ও এর পাঠ করানোর দায়িত্ব। |
75-18 : সুতরাং যখন আমরা তা পাঠ করি তখন তুমি তার পঠন অনুসরণ করো, |
75-19 : তারপর নিশ্চয় আমাদেরই উপরে রয়েছে এর ব্যাখ্যাকরণ। |
75-20 : না, তোমরা কিন্তু ভালবাস ক্ষণস্থায়ী, |
75-21 : আর অবহেলা কর পরকালকে। |
75-22 : সেদিন কতকগুলো মুখ হবে উজ্জ্বল, - - |
75-23 : তাদের প্রভুর দিকে চেয়ে থাকবে, |
75-24 : আর কতকগুলো মুখ সেইদিন বিবর্ণ হয়ে যাবে, - - |
75-25 : এই ভেবে যে কোনো বিধ্বংসী বিপর্যয় তাদের উপরে পড়তে যাচ্ছে। |
75-26 : না, যখন এটি গলায় এসে পৌঁছুবে, |
75-27 : এবং বলা হবে - - ''কে সেই জাদুকর?’’ |
75-28 : আর সে বুঝতে পারে যে, এ হচ্ছে বিদায় বেলা, |
75-29 : এবং এক পায়ের হাড় অন্য পায়ের হাড়ে ঠোকর খেতে থাকবে, |
75-30 : তোমার প্রভুর দিকেই সেইদিন হবে চালিয়ে নেওয়া। |
75-31 : সে তো সত্যনিষ্ঠ ছিল না, আর নামাযও পড়ে নি, |
75-32 : বরং সে সত্যপ্রত্যাখ্যান করেছিল এবং ফিরে এসেছিল, |
75-33 : তারপর সে তার স্বজনগণের কাছে গিয়েছিল গর্ব করতে করতে। |
75-34 : ''তুমি নিপাত যাও! তবে নিপাত যাও! |
75-35 : ''আবার তুমি নিপাত যাও, ফলে নিপাত যাও!’’ |
75-36 : মানুষ কি ভাবে যে তাকে ছেড়ে দেয়া হবে বাঁধনছাড়াভাবে? |
75-37 : সে কি ছিল না এক শুক্রকীট এক সবেগে নির্গত স্খলনের মধ্যেকার? |
75-38 : তারপর সে হলো একটি রক্তপিন্ড, তারপর তিনি আকৃতি দান করলেন ও পূর্ণাঙ্গ করলেন। |
75-39 : তারপর তিনি তা হতে সৃষ্টি করলেন তার যুগল - - পুরুষ ও নারী। |
75-40 : তবুও কি তিনি ক্ষমতাবান নন মৃতকে পুনর্জীবিত করতে? |