আল কুরআন: বাংলা অনুবাদ, জহুরুল হক, Chapter: 100, আল আদিয়াত

Go Back
Book Id: 10060

আল কুরআন: বাংলা অনুবাদ, জহুরুল হক

Chapter: 100, আল আদিয়াত

100-1 : ভাবো ঊর্ধ্বশ্বাসে ধাবমানদের কথা,
100-2 : ফলে যারা আগুনের ফুলকি ছোড়ে আঘাতের ছোটে,
100-3 : আর যারা ভোরে অভিযান চালায়,
100-4 : আর তার ফলে যারা ধূলো উড়ায় - -
100-5 : তখন এর ফলে সৈন্যদলকে ভেদ করে যায়।
100-6 : মানুষ নিশ্চয়ই তার প্রভুর প্রতি বড় অকৃতজ্ঞ,
100-7 : আর সে আলবৎ এ বিষয়ে অবশ্য প্রত্যক্ষদশ।
100-8 : আর নিঃসন্দেহ সে ধনসম্পদের মোহে দুরন্ত।
100-9 : তবে কি সে জানে না যখন কবরগুলোয় যা আছে তা তোলা হবে,
100-10 : এবং অন্তরে যা আছে তা প্রকাশ করা হবে?
100-11 : নিঃসন্দেহ তাদের প্রভু সেইদিন তাদের সন্বন্ধে সবিশেষে অবহিত থাকবেন।