90-1 : আমি শপথ করিতেছি এই নগরের |
90-2 : আর তুমি এই নগরের অধিবাসী, |
90-3 : শপথ জন্মদাতার ও যাহা সে জন্ম দিয়াছে। |
90-4 : আমি তো মানুষ সৃষ্টি করিয়াছি কষ্ট - ক্লেশের মধ্যে। |
90-5 : সে কি মনে করে যে, কখনও তাহার উপর কেহ ক্ষমতাবান হইবে না? |
90-6 : সে বলে, ‘আমি প্রচুর অর্থ নিঃশেষ করিয়াছি।’ |
90-7 : সে কি মনে করে যে, তাহাকে কেহ দেখে নাই? |
90-8 : আমি কি তাহার জন্য সৃষ্টি করি নাই দুই চক্ষু? |
90-9 : আর জিহ্বা ও দুই ওষ্ঠ? |
90-10 : আর আমি তাহাকে দুইটি পথ দেখাইয়াছি। |
90-11 : সে তো বন্ধুর গিরিপথে প্রবেশ করে নাই। |
90-12 : তুমি কী জান - বন্ধুর গিরিপথ কী? |
90-13 : ইহা হইতেছে: দাসমুক্তি। |
90-14 : অথবা দুর্ভিক্ষের দিনে আহার্যদান |
90-15 : ইয়াতীম আত্মীয়কে, |
90-16 : অথবা দারিদ্র্য - নিষ্পেষিত নিঃস্বকে, |
90-17 : তদুপরি সে অন্তর্ভুক্ত হয় মু’মিনদের এবং তাহাদের, যাহারা পরস্পরকে উপদেশ দেয় ধৈর্য ধারণের ও দয়া - দাক্ষিণ্যের ; |
90-18 : ইহারাই সৌভাগ্যশালী। |
90-19 : আর যাহারা আমার নিদর্শন প্রত্যাখ্যান করিয়াছে, উহারাই হতভাগ্য। |
90-20 : উহারা পরিবেষ্টিত হইবে অবরুদ্ধ অগ্নিতে। |