৭৩ সূরা আল মুজাম্মিল এর বাংলা অনুবাদ
73|1| হে বস্ত্রাচ্ছাদনকারী!73|2| তুমি উঠে দাঁড়াও রাতেরবেলা অল্পসময় ব্যতীত, —73|3| তার অর্ধেক, অথবা তার থেকে কিছুটা কমিয়ে নাও,73|4| অথবা এর […]
73|1| হে বস্ত্রাচ্ছাদনকারী!73|2| তুমি উঠে দাঁড়াও রাতেরবেলা অল্পসময় ব্যতীত, —73|3| তার অর্ধেক, অথবা তার থেকে কিছুটা কমিয়ে নাও,73|4| অথবা এর […]
74|1| হে প্রিয় পোশাক-পরিহিত!74|2| ওঠো এবং সতর্ক করো,74|3| আর তোমার প্রভু — মাহাত্ম্য ঘোষণা করো,74|4| আর তোমার পোশাক — তবে […]
75|1| না, আমি শপথ করছি কিয়ামতের দিনের।75|2| আর না, আমি শপথ করছি আত্মসমালোচনাপরায়ণ আত্মার।75|3| মানুষ কি মনে করে যে আমরা […]
76|1| মানুষের উপরে কি দীর্ঘ সময়ের অবকাশ অতিবাহিত হয় নি যখন সে উল্লেখযোগ্য কিছুই ছিল না?76|2| নিঃসন্দেহ আমরা মানুষকে সৃষ্টি […]
77|1| ভাবো প্রেরিতপুরুষগণের কথা — একের পর এক,77|2| আর ভাবো ঝড়ের মতো আসা দমকা হাওয়ার কথা,77|3| আর ভাবো যারা ছড়াচ্ছে […]
78|1| কি সন্বন্ধে তারা পরস্পরকে জিজ্ঞাসাবাদ করছে?78|2| সেই মহাসংবাদ সন্বন্ধে —78|3| যে বিষয়ে তারা মতানৈক্যের মধ্যে রয়েছে।78|4| না, তারা শীঘ্রই […]
79|1| ভাবো প্রচেষ্টাকারীদের প্রচন্ড-প্রচেষ্টার কথা;79|2| আর ক্ষিপ্রগামীদের ত্বরিত এগুনোয়,79|3| আর সন্তরণকারীদের দ্রত সন্তরণে,79|4| আর অগ্রগামীরা এগিয়েই চলেছে,79|5| তারপর ঘটনানিয়ন্ত্রণকারীদের কথা!79|6| […]
80|1| তিনি ভ্রকুটি করলেন এবং ফিরে বসলেন,80|2| কেননা একজন অন্ধ তাঁর কাছে এসেছিল।80|3| আর কী তোমাকে বুঝতে দেবে যে সে […]
81|1| যখন সূর্য অন্ধকারাচ্ছন্ন হয়ে যাবে,81|2| আর যখন তারকারা নিস্তেজ হয়ে পড়বে,81|3| আর যখন পাহাড়গুলোকে অপসারণ করা হবে,81|4| আর যখন […]
82|1| যখন আকাশ বিদীর্ণ হবে,82|2| আর যখন নক্ষত্রসব বিক্ষিপ্ত হবে,82|3| আর যখন সমুদ্রগুলো উচ্ছলিত হবে,82|4| আর যখন কবরগুলো উন্মোচিত হবে, […]
83|1| ধিক্ প্রতারণাকারীদের জন্য —83|2| যারা মানুষের কাছ থেকে যখন মেপে নেয় তখন পুরো মাপ চায়,83|3| আর যখন তাদের মেপে […]
84|1| যখন আকাশ খন্ডবিখন্ড হবে,84|2| আর তার প্রভুর প্রতি উৎকর্ণ হবে এবং কর্তব্যরত হবে —84|3| আর যখন পৃথিবীকে সমতল করা […]
85|1| ভাবো নক্ষত্রপুঞ্জবিশিষ্ট আকাশের কথা,85|2| আর সেই অঙ্গীকার করা দিনের কথা,85|3| আর সাক্ষ্যদাতার ও যাদের জন্য সাক্ষ্য দেওয়া হবে তাদের […]
86|1| ভাবো আকাশের ও রাতের আগন্তুকের কথা!86|2| আর কী তোমাকে বুঝতে দেবে কে সেই রাতের আগন্তুক?86|3| একটি অত্যুজ্জ্বল নক্ষত্র।86|4| প্রত্যেক […]
87|1| মহিমা ঘোষণা করো তোমার সর্বোন্নত প্রভুর নামের, —87|2| যিনি সৃষ্টি করেন, তারপর সুঠাম করেন,87|3| আর যিনি সুসমঞ্জস করেন, তারপর […]
88|1| তোমার কাছে কি বিহবলকর ঘটনার সংবাদ পৌঁছেছে?88|2| সেইদিন অনেক মুখ হবে অবনত,88|3| পরিশ্রান্ত, অবসাদগ্রস্ত,88|4| প্রবেশমান হবে জ্বলন্ত আগুনে;88|5| তাদের […]
89|1| ভাবো ভোরবেলার কথা,89|2| আর দশ রাত্রির কথা,89|3| আর জোড়ের ও বেজোড়ের কথা,89|4| আর রাত্রির কথা যখন তা বিগত হয়।89|5| […]
90|1| না, আমি শপথ করছি এই নগরের নামে,90|2| আর তুমি বৈধ থাকবে এই নগরীতে;90|3| আর জন্মদাতার, আর যাদের তিনি জন্ম […]
91|1| ভাবো সূর্যের আর তার সকাল বেলাকার কিরণের কথা,91|2| আর চন্দ্রের কথা যখন সে তার কিরণ ধার করে,91|3| আর দিনের […]
92|1| ভাবো রাত্রির কথা, যখন তা ঢেকে দেয়,92|2| আর দিনের কথা যখন তা ঝলমল করে;92|3| আর তাঁর কথা যিনি পুরুষ […]
93|1| ভাবো পূর্বাহ্নের সূর্যকিরণের কথা;93|2| আর রাত্রির কথা যখন তা অন্ধকার ছড়িয়ে দেয়।93|3| তোমার প্রভু তোমাকে পরিত্যাগ করেন নি, এবং […]
94|1| আমরা কি তোমার বক্ষ প্রশস্ত করে দিই নি?94|2| আর আমরা তোমার থেকে লাঘব করেছি তোমার ভার, —94|3| যা চেপে […]
95|1| ভাবো ডুমুরেব, আর জলপাইয়ের কথা;95|2| আর সিনাই পর্বতের কথা,95|3| আর এই নিরাপদ নগরের কথা!95|4| সুনিশ্চয় আমরা মানুষকে সৃষ্টি করেছি […]
96|1| তুমি পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন, —96|2| সৃষ্টি করেছেন মানুষকে এক রক্তপিন্ড থেকে।96|3| পড়ো! আর তোমার প্রভু […]
97|1| নিঃসন্দেহ আমরা এটি অবতারণ করেছি মহিমান্বিত রজনীতে।97|2| আর কী তোমাকে বুঝতে দেবে মহিমান্বিত রজনীটি কি?97|3| মহিমান্বিত রজনী হচ্ছে হাজার […]
98|1| গ্রন্থধারীদের মধ্যে থেকে যারা অবিশ্বাস পোষণ করে আর বহুখোদাবাদীরা তাদের ছাড়ানো যাচ্ছিল না যতক্ষণ না তাদের কাছে এসেছে সুস্পষ্ট […]
99|1| পৃথিবী যখন কম্পিত হবে আপন কম্পনে,99|2| আর পৃথিবী বের করে দেবে তার বোঝাগুলা,99|3| আর মানুষ বলবে — ”এর কী […]
100|1| ভাবো ঊর্ধ্বশ্বাসে ধাবমানদের কথা,100|2| ফলে যারা আগুনের ফুলকি ছোড়ে আঘাতের ছোটে,100|3| আর যারা ভোরে অভিযান চালায়,100|4| আর তার ফলে […]
101|1| মহাসংকট!101|2| কী সে মহাসংকট?101|3| হায়, কিভাবে তোমাকে বোঝানো যাবে সেই মহাসংকট কি?101|4| সেইদিন মানুষরা হবে বিক্ষিপ্ত পঙ্গপালের মতো,101|5| আর […]
102|1| প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদের মতিভ্রম ঘটায়, —102|2| যতক্ষণ না তোমরা কবরে আসো।102|3| না! শীঘ্রই তোমরা জানতে পারবে!102|4| আবার বলি, — […]