Description
আল্লাহ রাব্বুল আলামীন প্রত্যেক মুসলমানের জন্য কোরআনের জ্ঞান অন্বেষণ করা আবশ্যক করেছেন। কোরআন হচ্ছে আমাদের জীবনের জন্য পথ প্রদর্শন, তাই নিয়মিত অর্থ বুঝে কোরআন পড়া এবং দৈনন্দিন জীবনে তার প্রয়োগ করা খুবই গুরুত্বপূর্ণ।
কোরআন তেলাওয়াতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে হরফের সহিহ উচ্চারণের পরই শাব্দিক উচ্চারণ সহিহ করা। যাকে তাজওয়ীদ বলে। যেমন: আল্লাহ তায়ালা বলেন হে নবী আপনি কোরআন সুন্দর ও সুস্পষ্ট ভাবে তেলাওয়াত করুন। যাদের আরবি উচ্চারণ করার পর উচারণ সঠিকভাবে হয়েছে কিনা তা নিয়ে সংশয় থাকে, তাদের জন্য সহায়ক হিসাবে রয়েছে বাংলা উচ্চারণ।